Sri Manindra Nath Samajder

Books

অধ্যাপক মণীন্দ্রনাথ সমাজদার

  অধ্যাপক মণীন্দ্রনাথ সমাজদার গ্রন্থ রচনা, সম্পাদনা ও অনুবাদ-এর মাধ্যমেই শিক্ষা বা জ্ঞান বিস্তারের চেষ্টা করেননি। তিনি সমাজে গ্রন্থ পাঠের আগ্রহ বৃদ্ধি করে শিক্ষা বা বিদ্যার আলাে ছড়িয়ে দেয়ার জন্যে বিভিন্ন স্থানে পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। এ অভ্যাস তিনি ছাত্র জীবনেই অর্জন করেন। কর্ম জীবনে প্রবেশ করে তা আরাে বাড়িয়ে দেন। তিনি যেখানে গিয়েছেন সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান বা পাঠাগারের সাথে যুক্ত হয়েছেন। তিনি বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সুধীজনদের নিকট বই দেয়ার জন্যে আবেদন জানান। তাঁর আবেদনে সাড়া দিয়ে ঢাকার সাধনা ঔষধালয়ের মালিক অধ্যক্ষ যােগেশ চন্দ্র ঘােষ এবং অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র সুকুমার দত্তের স্ত্রী বেশ কিছু বই পাঠিয়ে তাঁকে গ্রন্থাগার সম্প্রসারণের কাজে বিশেষভাবে সাহায্য করেন। আরাে অনেকেই বিভিন্নভাবে তাঁকে সহযােগীতা করেন। যার ফলে বরিশাল ধর্মরক্ষনী সভায় এক ব্রিাট গ্রন্থাগার বা পাঠাগার করা সম্ভব নয়।

পুস্তক রচনা/সম্পাদনা :~

ক) মৌলিক গবেষণামূলক :
১. সংস্কৃত-প্রাকৃত অবহট্ঠ সাহিত্যের ইতিবৃত্ত (বাঙালীর সাংস্কৃতিক ক্রমবিকাশের ধারায়) বাংলা একাডেমী কর্তৃক বাংলা ১৩৯৩ সনে প্রকাশিত। ২. বাংলা ছাড়া অপরাপর ভাষায় সাহিত্য চর্চা, (বাংলা সাহিত্যের ইতিহাস, ১ম খণ্ড এর ৬ষ্ঠ অধ্যায়) বাংলা একাডেমী কর্তৃক।

খ) গবেষণামূলক অনুবাদ :
১. প্রাচীন ভারতীয় লিপিমালা’ (হিন্দি থেকে বাংলায়), বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত।

গ) সংস্কৃত সাহিত্য :
১. সংস্কৃত প্রবেশ : ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রকাশিত ২. সংস্কৃত সাহিত্য

ঘ) ধর্মশিক্ষা :
১. হিন্দুধর্ম শিক্ষা : ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রকাশিত

ঙ) অর্থ ও বিবৃতি :
১. সংস্কৃত প্রবেশ সহায়িকা : ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রকাশিত ২. সংস্কৃত সাহিত্য সহায়িকা।

চ) পাঁচালি :
১. শ্ৰীসমুখান (ক্ষুদ্র) : প্রকাশিত

ছ) কবিতা ও গীতি ।
১. মনীষাঞ্জলি (বাংলা ও কবিতা) : অপ্রকাশিত ২. কালীয় দমন (বাংলা গীতিকাব্য) ৩. দুর্গাভক্তিগীতি অর্ঘ (বাংলা গীতিকাব্য) জ) আত্মজীবনী : ১. মণীন্দ্র জীবনালেখ্য সাম্প্রতিক অংশের সংযােজনের প্রয়ােজনে সংরক্ষিত।

ঝ) প্রবন্ধ :
১. কুমারীপূজা, ২. দেবতা, ৩, রুদ্রাক্ষ, ৪. জীবন ও সমাজগঠনে ধর্মের প্রয়ােজনীয়তা ও প্রয়ােগ, ৫. শারদীয় দুর্গোত্সব ৬. শঙ্খ ৭. সনাতনধর্মের মূল বেদ এবং তার শাখা-প্রশাখা বিস্তার ৮. স্মৃতিশাস্ত্র ৯, সদাচার ১০, দোলযাত্রা ১১. নববর্ষ ১২. শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর পঞ্চম জন্মশত বার্ষিকী ১৩. সরস্বতীপূজা ১৪. মহাত্মা হ্যানিম্যান ও হােমিওপ্যাথি প্রভৃতি সমাজদর্পণ, অকালবােধন, পলাশ প্রভৃতি সাময়িক পত্র-পত্রিকায় প্রকাশিত।

ঞ) সম্পাদনা :
১. ১৩৭৯ সনের যুগবাণী ফুল পঞ্জিকা, ১৩৭৯ সনে প্রকাশিত।

প্রকাশিত পুস্তকসমূহ